উপজেলা শিক্ষা অফিস,মোহনপুর, মোট বিদ্যালয়ের সংখ্যা-৮১ টি। অনুমোদিত শিক্ষক পদ ৫১৫ টি। প্রধান শিক্ষক পদ ৮১ টি প্রাকপ্রাথমিক সৃষ্টপদ ৪৫ টি। উপজেলার মোট আয়তন ১৬৩ বর্গকিলোমিটার। এ উপজেলার উত্তরে তানোর ও মান্দা পূর্বে বাঘমারা দক্ষিনে দূর্গাাপুর ও পবা এবং পশ্চিমে তানোর উপজেলা দ্বারা পরিবেষ্টিত। ১ টি পৌরসভা ও ৬ টি ইউনিয়ন নিয়ে উপজেলাটি গঠিত। এ উপজেলার মোট জনসংখ্যা ১,৭০,০২১ জন। সে হিসাবে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৯৮২ জন বসবাস করেন। গড় মাথা পিছু জমির পরিমান- .০৭ হেক্টর। রাজশাহী মহানগরী হতে মাত্র ২৪ কিলোমিটার দূরে অবস্থিত। এই উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। উপজেলা সদর হতে সব কয়টি ইউনিয়নে পাকা সড়ক পথে যোগাযোগ রয়েছে। এই উপজেলার উত্তর দক্ষিণ-পূর্ব সীমানা বরাবর সংর্কীণ বারনই নদী প্রবাহিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস